বালুরঘাটে ফুটবলপ্রেমী দিবসে রক্তদান শিবির

0
58

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগ্যে বালুরঘাটে এক স্বেছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল ৪০ তম ফুটবল প্রেমী দিবস উপলক্ষে।

blood donation camp | newsfront.co
রক্তদান শিবির ৷ নিজস্ব চিত্র

করোনা অতিমারির মধ্যেও জেলা রেডক্রস সহযোগিতায় তাদের বিল্ডিংয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রক্তদাতারা উপস্থিত হয়ে তারা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন।

আরও পড়ুনঃ করোনা আবহের মধ্যেই ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রা

১৯৮০ সালের ১৬ আগষ্ট কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলা চলাকালীন গন্ডোগোলের জেরে গ্যালারীতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পদপৃষ্ঠ হয়ে মারা যান ১৬ জন ক্রীড়া প্রেমী মানুষ। এই ১৬ জন ক্রীড়া প্রেমীর মধ্যে বালুরঘাট ও হারিয়েছিল সাহেব কাছাড়ির বাসিন্দা সনৎ বসুকে।

১৯৮১ সাল থেকে এই দিনটিকে স্মরণ করেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপিত হয়ে আসছে ফুটবল প্রেমী দিবস। ৪০ এ পা রাখা এই দিবসটির একটাই বার্তা, “খেলা নিয়ে যেন আর কাউকে পিতৃহারা হতে না হয়। আর যেন কোন মায়ের কোল খালি না হয়। খেলা যেন খেলাই থাকে।” এই বার্তা র মাধ্যমে মানুষকে সচেতন করাই হল অন্যতম উদ্দেশ্য ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here