নিজস্ব সংবাদদাতা,নিউজ ফ্রন্ট,চাঁচলঃ
ট্রেনের স্টপেজ তুলে নেওয়ার ফলে চরম বিপাকে পড়েছেন নিত্য যাত্রী চাকুরিজীবী থেকে সাধারণ মানুষ। মালদহ কোর্ট থেকে শিলিগুড়িগামী ৭৫৭১৯আপ ও ৭৫৭২০ ডাউন ডিএমইউ ট্রেনের স্টপেজ পুনরায় চালু করার দাবিতে ট্রেন অবরোধ করে বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল মিলনগড় ও মালাহার স্টেশনে।শনিবার সকালে উত্তরপূর্ব সীমান্ত রেলের মিলনগড় স্টেশনে শিলিগুড়িগামী ডিএমইউ ট্রেনটিকে অাটকে বিক্ষোভ শুরু হয়। বিকালে একই দাবিতে তৃণমূলের নেতৃত্বে মালাহার স্টেশনে বিক্ষোভ দেখানো হয়।
ওই দুই স্টেশন ছাড়া হরিশ্চন্দ্রপুর ও মালদহের মধ্যে মহানন্দা ব্রিজ,শ্রীপুর এই দুটি স্টেশনে ডিএমইউ ট্রেনটির স্টপেজ ছিল। কিন্তু মাসখানেক আগে রেলের তরফে স্টপেজ তুলে দেওয়া হয়। বিহারের একাধিক হল্ট স্টেশনে ওই ট্রেনটির স্টপেজ থাকলেও কেন এই চার স্টেশন থেকে তা তুলে দেওয়া হল সেই প্রশ্নে এদিন বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। দাবি না মানা হলে ফের আন্দোলন হবে বলে হুমকি দিয়েছে তৃণমূল।
উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্ত বলেন, বাসিন্দাদের দাবির কথা শুনেছি। রেলের তরফে বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।
রেল সূত্রে জানা যায়, মালদহ-শিলিগুড়িগামী ডিএমইউ ট্রেনটি মালদহ কোর্ট স্টেশন থেকে ছাড়ে,পূর্বে মহানন্দা হল্ট স্টেশন, শ্রীপুর, মালাহার ও মিলনগড়ে স্টপেজ ছিল। কিন্তু সম্প্রতি তা তুলে দেওয়া হয়। তৃণমূলের পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ, শ্রীপুর ছাড়া বাকি তিনটি এলাকাতেই সড়ক পথে যোগাযোগ কার্যত নেই।তাদের যাতায়াতের একমাত্র ভরসা ট্রেন। এছাড়া ওই তিন স্টেশনে এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায় না। ফলে ডিএমইউ-এর স্টপেজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে রেলের নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ মিলনগড়ে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করে। পরে রেলের তরফে আশ্বাস পেয়ে ঘন্টাখানেক বাদে অবরোধ তুলে নেওয়া হয়।
বিকেলে মালাহার স্টেশনে একই দাবিতে বিক্ষোভ শুরু হয় তৃণমূলের উদ্যোগে।বিক্ষোভে হাজির জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ডিআরএমকে দাবির কথা জানানো হয়েছে। দাবি না মানলে ফের আন্দোলন হবে।এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, কার্যকরী সভাপতি আবদুল লাহিল মামুন প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584