ধানক্রয়ে সমবায়ের দুর্নীতির বিরুদ্ধে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ

0
63

শ্যামল রায়,কালনাঃ

Demonstrations Against Corruption Office
চাষীদের বিক্ষোভ।নিজস্ব চিত্র

সোমবার নাদন ঘাট সার্ভিস অপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্যরা কালনা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভরত চাষীদের অভিযোগ যে ওই সময়ের তরফ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যাপক দুর্নীতি হয়েছে।প্রকৃত অর্থে চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান না কেনে অন্যের কাছ থেকে ধান কিনে বিক্রির অভিযোগ রয়েছে তাই প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন চাষীরা।তবে সমবায়ের কর্ণধার রাজকুমার পান্ডে অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন । তিনি জানিয়ে দিয়েছেন সমবায়ের বিরুদ্ধে ধান কেনা নিয়ে কোনো দুর্নীতি হয়নি এটা এক ধরনের চক্রান্ত কুৎসা অপপ্রচার ছাড়া কিছুই না।বিক্ষোভরত অভিযোগ চাষীদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীধাম বৈরাগ্য সন্টু দাস বাদল মল্লিক আশরাফুল শেখ প্রমুখ অভিযোগ যে নাদন ঘাট সার্ভিস অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কর্ণধার রাজকুমার পান্ডে সবাইকে ঘিরে প্রচুর অর্থ আত্মসাৎ করেছে সেই সাথে ধান কেনার ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি ঢাকতে চাষীদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে সাদা কাগজে স্বাক্ষর করে অভিযোগ মিথ্যা প্রমানিত করার প্রচেষ্টা নিয়েছেন তিনি। তাই আমরা চাইছি প্রকৃত অর্থে সোসাইটির বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তদন্ত করুক সরকারের তরফ থেকে।এমনকি ১০ জানুয়ারি চাষীদের ভয় ভীতি প্রদর্শন দেখিয়ে স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র মহকুমা শাসকের কাছে জমা দিয়েছেন এরকমটা অভিযোগ বিক্ষোভরত চাষীদের।
আরো অভিযোগ ৩ লক্ষ ধানের প্যাকেট অন্য রাইস মিলের সাথে যোগসাজশে তিনি ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
সোসাইটির বিরুদ্ধে ধান কেনার দুর্নীতি এবং আর্থিক দুর্নীতির তদন্তের দাবিতে সরব হয়েছিলেন চাষিরা। মহকুমা শাসক নিতিশ ঢালী জানিয়েছেন যে চাষীদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here