রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনও পাননি অ্যাডমিট।ফলে পরীক্ষার একদিন আগেও তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন সামসেরগঞ্জের নিমতিতা জিডি ইনস্টিটিউশনের ২৩ জন পড়ুয়া।
ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সোমবার স্কুল গেটে বিক্ষোভে ধর্ণায় সামিল হলো স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে আসেন ওই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংস্থা আলুমনি অ্যাসোসিয়েশনের এক উদ্যোক্তা।
আরও পড়ুনঃ দুর্ঘটনার জেরে স্থানীয়দের পথ অবরোধ
তিনি জানান,এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যত নিয়ে খেলার অধিকার নেই। তারা পরীক্ষায় বসতে না পাওয়ায় প্রধান শিক্ষকের গাফিলতি কেই দায়ী করে।ছাত্রদের অভিযোগ পরীক্ষায় পাস করার পরেও তারা অ্যাডমিট পাননি।
ঘটনায় প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রধান শিক্ষক অনন্ত কুমার মন্ডলকে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584