বন্ধ চিকিৎসালয় চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ রাজভাতখাওয়াতে

0
23

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

শুক্রবার বনবিভাগীয় চিকিৎসালয় পুনরায় চালুর দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল বনবস্তিবাসীরা । উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বনদফতরের পক্ষ থেকে বনবস্তিবাসিন্দাদের জন‍্য একটি স্বাস্থ্য কেন্দ্র বনবিভাগীয় চিকিৎসালয় ছিল যেটি কয়েকবছর আগে বনদফতরের স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে দেয়। যার ফলে সমস‍্যায় পড়ে রাজাভাতখাওয়া ও তার সহ নিকট বিভিন্ন বনবস্তির বাসিন্দারা। কেননা এই এলাকায় অন‍্য কোনো চিকিৎসার মাধ‍্যম নেই।

অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

কিছু হলেই প্রায় ২২ কিমি দূরে আলিপুরদুয়ার যেতে হবে বাসিন্দাদের। একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের পরিষেবা পেত বনবস্তি বাসিন্দারা এবং বনদফতরের দ্বারা পরিচালিত এটি ছিল এই এলাকার একমাত্র স্থাস্থ‍্যকেন্দ্র কিন্ত প্রায় আড়াই বছর আগে হঠাৎ এই বনবিভাগীয় চিকৎসালয়টি বন্ধ করে দেয় বনদফতর। শুক্রবার বনবস্তি বাসিন্দারা পুনরায় এই বনবিভাগীয় চিকিৎসালয়টি খোলার দাবিতে সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে নর্থ বেঙ্গল ফরেষ্ট মজদুর ইয়নিয়ন (ইউটিইউসি)।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here