পিয়ালী দাস,বীরভূমঃ
ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি দিলেও পাড়াতে পৌঁছায় না জল। দীর্ঘ কুড়ি বছর ধরে জল নেই ওয়ার্ডে, বারবার পৌরসভায় জানানো হলেও লাভ হয়নি কোন। শুধুই মিলছে আশ্বাস। তাই এবার বাধ্য হয়ে সিউড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রায় ৩০০ জন মহিলা ২ নং ওয়ার্ড থেকে মিছিল করে পৌরসভায় আসেন, এবং পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাল তারা। তাদের দাবি একটাই জল দাও ভোট নাও, জল না দিলে কোন ভোট পাওয়া যাবে না।
স্থানীয় এক মহিলার দাবি বারবার পৌরসভায় জানানো হলেও কোনো লাভ হচ্ছে না। এক বছর আগে একটি টিউবয়েল বসানো হয়েছিল, সেটা থেকে এখনো জল ওঠেনি। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর পাড়ায় জল পৌঁছয় না পৌরসভার পক্ষ থেকে। মাঝে মাঝে বিক্ষোভ দেখানো হলে পৌরসভার জলের ট্যাঙ্কার গিয়ে পৌঁছায় পাড়ায়,কিন্তু পাইপ লাইনের মাধ্যমে জল আসে না।পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও ফের ও গুলোকে তুলে নেওয়া হয়। তাদের আরও দাবি ভোটের সময় পাড়ায় পাড়ায় প্রার্থী আসে প্রতিশ্রুতি দিয়ে যায় জল পৌঁছে দেবার,কিন্তু ভোট পেরিয়ে গেলে পাঁচ বছর আর দেখা যায় না তাদের।দেখা গেলেও জলের সম্বন্ধে কোনো কথা বলে না তারা। তাই এবার আর ভোট নয়, আগে জল পড়ে ভোট।
বিক্ষোভের মুখে পড়ে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান তিন মাসের মধ্যে পাড়ায় জল পৌঁছানো হবে,যদি না পারি তাহলে আমি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করব।পাশাপাশি পরের পুর ভোটের সময় দু নম্বর ওয়ার্ডে কোন তৃণমূলের প্রার্থী দেবো না।
আরও পড়ুনঃ অ্যাকাউন্ট থেকে উধাও টাকা,দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ী
দু নম্বর ওয়ার্ডে গিয়ে আমাদের ক্যামেরাতে ধরা পড়ল একই ছবি।৪০০ থেকে ৫০০ পরিবার বসবাস করলেও সেখানে পৌরসভার জলের কল রয়েছে মাত্র তিনটি।সেটাতেও দীর্ঘদিন জল পড়ে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584