মুখ্যমন্ত্রীর ধর্ণা প্রত্যাহারের পরও কুল্পিতে তৃণমূলের বিক্ষোভ মিছিল

0
110

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

demonstrations procession of tmc at kulpi
নিজস্ব চিত্র

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ধর্না প্রত্যাহারের পর আজও বিক্ষোভ মিছিল চলে।প্রধান মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অব্যহত রাখল জেলা তৃনমূল।দক্ষিন ২৪ পরগনা জেলার কুল্পি যুবতৃনমূলের ডাকে বিক্ষোভ মিছিল করা হয়।নেতৃত্ব দেন কুল্পি ব্লকের যুব তৃনমূল সভাপতি তারকনাথ প্রামানিক।কুল্পির বিবেক ময়দান থেকে শুরু হয় কালো কাপড় বেঁধে মিছিল।১১৭ নং জাতীয় সড়ক ধরে প্রায় চার হাজার সমর্থক কুল্পি বিডিও অফিস হয়ে কুল্পি হাসপাতাল পর্যন্ত যায়।১১৭ নং জাতীয় সড়কে কুল্পির মোড়ে প্রধান মন্ত্রীর কুশপু্ত্তলিকা নিয়ে দাহ করে তৃনমূল সর্মথকেরা।কুল্পি ব্লকের ১৪টি অঞ্চল থেকে ভিড় জমান যুব তৃনমূল কর্মী সর্মথকেরা।

demonstrations procession of tmc at kulpi 2
তারকনাথ প্রামাণিক(যুব তৃণমূল নেতা)। নিজস্ব চিত্র

বিক্ষোভ কর্মসূচির জেরে কুল্পি বিজয়গঞ্জ এবং ১১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে।এরপরে কুশপুত্তুলিকা দাহ করে।কুল্পি থানার সহযোগে নিরাপত্তার মধ্য দিয়ে করা হয় কর্মসূচি।উপস্থিত ছিলেন তূনমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক অর্পন কামার,সম্পাদক সেক সাহিদ হোসেন,বেলপুকুর তৃনমূল যুব কংগ্রেস অঞ্চল সভাপতি সানোয়ার হোসেন মোল্লা,কুল্পি ব্লকের আই এন টি টি ইউসি এর সভাপতি নুর হাবিব পুরকাইত,তৃনমূল ছাত্রপরিশোধের ব্লক সভাপতি সুভাষ সরদার,ছিলেন ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ রহিতাহ্য প্রামানিক,সভাপতি কুল্পি ব্লক ও হিদু জামাল বৈদ্য।

demonstrations procession of tmc at kulpi 3
নিজস্ব চিত্র

কুল্পি যুব তৃনমূল সভাপতি তারকনাথ প্রামানিক জানান,”প্রথম দিন থেকে ছিলাম মুখ্যমন্ত্রীর ধর্নাতে।

আরও পড়ুনঃ বিষমদে মৃত্যুর বিরুদ্ধে চার্জ গঠন

জেলা নেতৃত্বের পরামর্শে আগামী লোকসভা নির্বাচনে আমরা এটাকে নিয়ে পথে নামবো।প্রতিটি সংসদে সক্রিয় সর্মথকদের নিয়ে মানুষের দরবারে যাব।প্রধান মন্ত্রীর এমন চাল কোন ভাবে কুল্পির অঞ্চল গ্রাস করতে পারবেনা।আমরা লোকসভাতে মুখ্যমন্ত্রীর উন্নয়নকে পাথেয় করে পথে নামবো।তিনি আরো জানান ব্লকে ইতিমধ্যে বিজেপির ষড়যন্ত্রে বিরুদ্ধে কর্মসূচি নেওয়া শুরু করেছে সর্মথকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here