নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এগিয়ে এলো সেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশাল ওয়েলফেয়ার সোসাইটি।দশ হাজার সচেতনতা মুলক হ্যান্ডবিল ছাপিয়ে সংস্থার পক্ষ থেকে গত সোমবার থেকে সপ্তাহব্যাপী দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের ১০৫ টি প্রাথমিক, মাধ্যমিক,নিউ সেট আপ বিদ্যালয় ও কলেজে প্রচার অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহযোগিতায় কোথাও বিদ্যালয়ের প্রার্থনা সভায় কোথাও শ্রেণীকক্ষে বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের ডেঙ্গু বিষয়ে সচেতন করা হয়। এছাড়া তিন জেলায় বেশ কিছু গঞ্জ এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা গড়ে তুলতে প্রচার অভিযান চালানো হয়। সপ্তাহব্যাপী এই সচেতনতা কর্মসূচি শেষ লগ্নে রবিবার বিকেলে মেদিনীপুর শহরে হ্যান্ডবিল বিতরণ,পথসভা ও পথ নাটিকার মধ্য দিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়। পাশাপাশি রাস্তার ধারের ড্রেন গুলিতে ব্লিচিং ছড়ানো হয়। শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রবিবারের প্রচার অভিযান শুরু হয়ে বিদ্যাসাগর মুর্তি, গান্ধী মোড়, পঞ্চুর চক, গোলকুয়া়ঁর চক হয়ে বটতলাতে শেষ হয়। বৈকালিক ও সান্ধ্যকালীন এই প্রচার অভিযানে ক্ষুদিরাম মুর্তির কাছে ও পঞ্চুর চকে রবীন্দ্রমূর্তির পাদদেশে পথনাটিকা উপস্থাপিত হয়। রবিবারের প্রচার অভিযানে নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক মৌসম মজুমদার, গৌতম বসু, প্রসূন কুমার পড়িয়া, দুর্গাপদ মাসান্ত, অমিতেশ চৌধুরী প্রমুখ ব্যাক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584