সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
রাজ্যের বিভিন্ন শহর ও মফস্বল এলাকায়, আবারও থাবা বসিয়েছে ডেঙ্গুর মত মশা বাহিত রোগ। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন রাজ্যবাসী। আর এই ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছেন রাজ্য সরকার।রাজ্য সরকারের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতও মশা বাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে নানান উদ্যোগ গ্রহণ করেছে।
এই বিষয় নিয়ে রবিবার গ্রাম পঞ্চায়েতে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছিল।কর্মশালায় উপস্থিত ছিলেন,গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত সদস্য ও সদস্যাদের সঙ্গে আশা কর্মী,অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্য উপকেন্দ্রের কর্মী ও স্বনির্ভর দলের সদস্য ও সদস্যারা।গণ সচেতনতা গড়ে তোলার মাধ্যমে এই ধরনের সমস্যা মোকাবিলা করা সম্ভব।আর সেই লক্ষ্যেই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে নজরদারির পাশাপাশি, প্রত্যেক মানুষকে মশা বাহিত রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলি বোঝানো হচ্ছে।এদিনের কর্মশালায় উপস্থিত প্রতিনিধিদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে মশা বাহিত রোগ কীভাবে ছড়ায়। কীভাবে তা মোকাবিলা করা সম্ভব,সেই বিষয়গুলি তুলে ধরেন গ্রাম পঞ্চায়েতের কর্মচারী শুভ্র কান্তি জানা।মশা বাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে সরকারি কর্মসূচির পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ একই সাথে চলবে।তবে সার্বিক সচেতনতার জন্য গ্রাম পঞ্চায়েত এ বিষয়ে ট্যাবলো ও হ্যান্ডবিল বিতরণেরও উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও জল জমে থাকা জায়গাগুলিকে সনাক্ত করে,সেখানে কেরোসিন তেল,পোড়া মোবিল ও কীটনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে।
একই সঙ্গে পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় থার্মাল ফগিং মেশিন,গ্রাম্য ভাষায় মশা মারা কামানের মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে মশা মারার কাজও শুরু হয়েছে।সেইসঙ্গে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য,নানান ধরনের কর্মসূচি পালনেরও উদ্যোগ গ্রহণ করেছে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুনঃ ফালাকাটায় আরএসপির জেলা সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584