ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু

0
49

সুদীপ পাল, বর্ধমানঃ

পশ্চিম বর্ধমান জেলায় ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। গতকাল পর্যন্ত পশ্চিম বর্ধমানের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯১ জন।

Dengue become Horrible | newsfront
প্রতীকী চিত্র

অধিকাংশ রোগী বাইরে থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ৫১ জন-সহ দুর্গাপুর মহকুমায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭।

আরও পড়ুনঃ শ্রীরামপুর ডেঙ্গুতে মৃত্যু নাবালিকার

পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল, সালানপুর, রানীগঞ্জ এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি বলে জানা যাচ্ছে। যদিও প্রশাসনের দাবি এই জ্বর প্রতিরোধে তৎপর প্রশাসন।

কিন্তু তারপরেও প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দুর্গাপুরের বেনাচিতি এলাকার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। প্রশাসন তৎপর হলেও কিভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

সন্ধ্যার পরে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুরাধা দে। তবে প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষকেও ডেঙ্গু প্রতিরোধের সচেতন হতে হবে বলে মত দুর্গাপুরবাসীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here