সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুর
সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এলো রাজ্যের জনবিজ্ঞান আন্দোলনের অগ্রণী সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
রবিবার বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর শহর কেন্দ্রের ৯নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা অভিযান অনুষ্ঠিত হলো শহরের লালদীঘি এলাকায়।মাইক প্রচার,হ্যান্ডবিল বিলি এবং বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর বিপদ এবং তা থেকে সাবধানতা অবলম্বনের বিষয়ে মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ও মশা মারার তেল বিলি করা হয়।
বিজ্ঞান মঞ্চের পক্ষে এই অভিযানে নেতৃত্ব দেন ডাঃ দেবব্রত চ্যাটার্জী, শিক্ষিকা শবরী বসু চৌধুরী, বিজ্ঞান কর্মী অরুণাভ সেন, সুব্রত ধল, স্নেহময় সেনগুপ্ত প্রমুখ। সংগঠনের পক্ষে শবরী বসু চৌধুরী জানান, শহরের অন্যান্য ওয়ার্ডেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584