ফারুক আহমেদ,কলকাতা: কলকাতার যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে (উচ্চমাধ্যমিক) আজ বৃহস্পতিবার (০২.০২.২০১৭) অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা অভিযান কর্মসূচি। প্রধান শিক্ষক কাজি মাসুম আখতারের নেতৃত্বে ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় শিক্ষানুরাগীগণ সামিল হলো ডেঙ্গু সচেতনতার মহতী মিছিলে। প্রায় ঘন্টাখানেক ধরে যাদবপুর অঞ্চল পরিক্রমা করে মিছিলটি। ছাত্রছাত্রীরা ঝাড়ু, ব্লিচিং পাউডার নিয়ে রাস্তা পরিষ্কারে নেমে পড়ে।
ব্যান্ড বাজিয়ে মাইকে প্রচার, লিফলেট বিলিসহ পোস্টার, ফেস্টুন,ডেঙ্গুর প্রতিকৃতির মুখোশ সহযোগে ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত জয়ে ওঠে গোটা যাদবপুর অঞ্চল। মশা বাহিত রোগের সর্বনাশা প্রভাব থেকে বাঁচতে বিদ্যালয়ে এ জাতীয় প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন বলে জানান প্রধান শিক্ষক। রাজ্যের অন্য স্কুল ও কলেজ এই উদ্যোগ নিলে সচেতনতা বাড়বে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584