নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ডেঙ্গু নিয়ে সচেতনতা অভিযানে নামবে কালিয়াগঞ্জ পুরসভা। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন পুরকর্মীরা। ডেঙ্গু যাতে কোনওভাবে এলাকায় থাবা বসাতে না পারে সেকারণে আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। এবার পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় ১৭টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে পুরসভার স্বাস্থ্যকর্মীরা।
সেখানে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু মোকাবিলায় কী কী করা উচিত, তা বোঝাবেন স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে বিলি করা হবে একটি ছাপানো হ্যান্ড বিল। সেখানে ১৭টি ওয়ার্ডের কর্মরত দুই জন করে পুর কর্মীর ফোন নম্বর থাকবে। কারণ, পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কোনও কাউন্সিলার নেই। নাগরিকদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যেই এই উদ্যোগ।
আরও পড়ুনঃ হলদিয়ায় সবুজ ফেরাতে নয়া উদ্যোগ পরিবেশপ্রেমীদের
এদিন ‘আপনারা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করুন’, শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ পুরসভা ভবনে ওই সভায় কালিয়াগঞ্জের জন সাধারণের প্রতি এই আবেদন করলেন পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল। এদিন পুরসভার স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করে আগামী দিনে ডেঙ্গুর সার্ভের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে প্রশাসক স্বাস্থ্য কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584