স্বনির্ভর হতে ঋণ দিচ্ছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর

0
240

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আজ মুর্শিদাবাদে জেলাশাসকের সঙ্গে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হল। মুর্শিদাবাদ জেলা একটি সংখ্যালঘু অধ্যুষিত জেলা। যাতে সকলে স্বনির্ভর হতে পারে ১৮ থেকে ৬০ বছর বয়সী সকলের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। ঋণের জন্য ইতিমধ্যেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে।

Minority Bhavan

এদিন জেলা ইমাম নিজাম উদ্দিন সাহেব জানালেন, সবধর্ম নির্বিশেষে এই ঋণ প্রদান করা হচ্ছে। ৪০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই নিয়েই আজকে জেলা শাসক অফিসে আলোচনা পর্ব।

রাজ্য সরকারের এই ঋণের সাহায্যে যাতে বেকার শিক্ষিত যুবকরা ছোট ছোট ব্যবসা ও পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ পায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদে ঋণ প্রদান চলছে। এদিনের আলোচনা পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি সেলের অ্যাডভাইজার আব্দুল সামাদ সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ গৌরবময় যুদ্ধ বিজয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হাজারদুয়ারি প্যালেসে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here