সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার প্রতিবাদে ডেপুটেশন

0
61

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

Deputation for protests against home tution of school teacher | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার প্রতিবাদ জানিয়ে জেলা শাসককে ডেপুটেশন দিল,’গৃহ শিক্ষক কল্যাণ সমিতি।’ সরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি ব্যাক্তিগতভাবেও তারা টিউশনি করছেন, এই অভিযোগ এনে বাঁকুড়ার জেলা শাসককে ডেপুটেশন দিলেন তাঁরা।

Deputation for protests against home tution of school teacher | newsfront.co
মিছিল। নিজস্ব চিত্র

এদিন তারা স্কুলডাঙ্গা থেকে একটি মিছিল করে মাচানতলা হয়ে জেলা শাসকের অফিসের সামনে উপস্থিত হন। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর পাঁচ জনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের হাতে তাদের দাবিপত্র তুলে দেন।

shankuraj biswas | newsfront.co
শঙ্কুরাজ বিশ্বাস।নিজস্ব চিত্র

বাঁকুড়া জেলা গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শঙ্কুরাজ বিশ্বাস বলেন, সরকারি নির্দেশকে অগ্রাহ্য করে সরকারি শিক্ষকরা মোটা টাকার বিনিময়ে আয়কর ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করে ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে নিজেদের বাড়ি নিয়ে গিয়ে গৃহ শিক্ষকতা করছেন।

আরও পড়ুনঃ টাকা নিয়ে পলাতক তিন অভিযুক্ত গ্রেফতার

Deputation for protests against home tution of school teacher | newsfront.co
নিজস্ব চিত্র

এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। সরকারি আইনকে যাতে স্বকৃতি দেওয়া হয় আমরা তার দাবি জানাচ্ছি। সরকারি শিক্ষকরা শ্রেণিকক্ষ ছাড়া আর কোথাও শিক্ষকতা করতে পারেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here