শিয়ালদা-লালগোলা রুটে রেল পরিষেবা ফিরিয়ে আনতে আন্দোলনের ডাক

0
1415

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ

শিয়ালদহ – লালগোলা রুটে রেল পরিষেবা ফিরিয়ে আনতে আগামী বুধবার বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে আন্দোলনের ডাক দিয়েছে একটি অরাজনৈতিক সংগঠন। জানা গেছে তারা আগামী বুধবার বিকেলে বহরমপুর কোর্ট স্টেশন চত্বরের মুখে একটি পথসভা আয়োজন করবে।তারপর কয়েক দফা দাবি সম্বলিত একটি সনদপত্র বহরমপুর কোর্ট স্টেশন মাস্টারের কাছে জমা দেবে।

সংগঠনের তরফে ইসরারুল হক মন্ডল জানান “প্রায় একমাসের অধিক রেল পরিষেবা স্বাভাবিক না হওয়ায় প্রচন্ড ভোগান্তি হচ্ছে সাধারন নিত্য যাত্রীর । বিশেষত মুমূর্ষু রোগী,ছাত্রসমাজ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী ও শ্রমজীবী মানুষ প্রতিদিন বিড়ম্বনায় পড়েছেন। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা খুব শীঘ্রই রেলমন্ত্রীর দ্বারস্থ হবো। এছাড়াও অগ্নি সংযোগ ও ভাঙচুরের ফলে রেলের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, উক্ত ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদেরও অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here