ঘাটাল এ ডি আই অফিসে এবিটিএ’র ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি

0
124

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল:-

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে ঘাটাল এ ডি আই অফিসে শিক্ষক-শিক্ষাকা-শিক্ষাকর্মীদের ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল আজ বুধবার। মোট ২১ দফা দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা,এস এস সি’ র মাধ্যমে নিয়মিত ও দ্রুত শিক্ষক নিয়োগ, অবিলম্বে বকেয়া ৫৭ শতাংশ ডি এ প্রদান, অবিলম্বে পে কমিশনের সুপারিশ ঘোষণা ও তা কার্যকর করা, বিদ‍্যালয় গুলিতে ৩০:১ ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক নিয়োগ, ট্রান্সফার ব‍্যবস্থায় স্বচ্ছতা আনা, মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি ও পরিকাঠামোর মানোন্নয়ন,ঘাটালে স্থায়ী এ ডি আই অফিস নির্মাণ,RMSA এর অর্থ পক্ষপাতহীন ভাবে বন্টন, শিক্ষক- শিক্ষিকাদের​ উপর অনভিপ্রেত আচরণবিধি চালুর চেষ্টা রদ , শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু , এ ডি আই অফিসে আমলাতান্ত্রিক জটিলতা দূর , পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষক- শিক্ষিকাদের উপযুক্ত বেতন প্রদান প্রভৃতি নানা বিষয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবিটিএ’র জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, ঘাটাল মহকুমা সম্পাদক শ্রীবাস জানা, শিক্ষক​ নেতৃত্ব প্রণব গোস্বামী, সত‍্যকিঙ্কর হাজরা প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের ঘাটাল মহকুমা শাখার সভাপতি সুমন ঘোষ। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এবিটিএ’র এক প্রতিনিধি দল এ ডি আই অফিস কতৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ঘাটাল মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী যোগ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here