জৈদুল সেখ,কান্দী, জীবন্তি, মুর্শিদাবাদ:
স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে নিয়মিত ক্লাস, সাইকেল গ্যারেজ, ম্যাগাজিন সহ উন্নিশটি দাবি নিয়ে আজ দুপুর বারোটার সময় এলাকার প্রায় শ খানেক ছাত্র যুব মিলে মহলন্দী জি.সি হাইস্কুলে উন্নয়নের স্বার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবনাম বেগমকে ডেপুটেশন জমা দেয়।
ডেপুটেশনকারিরা প্রধান শিক্ষিকাকে গার্জেন মিটিং সম্বন্ধে প্রশ্ন করলে তিনি জানান যে শিঘ্রই মিটিং ডাকা হবে।
এছাড়াও ডেভোলপমেন্ট ফী নেওয়া সত্ত্বেও সাইকেল গ্যারেজ না থাকায় পরের বাড়িতে সাইকেল রাখা লজ্জাজনক! ম্যাগাজিন বের হয় না। বাথরুম চূড়ান্ত নোংরা, যা ছাত্রীদের প্রচুন্ড অসুবিধার সৃষ্টি করে।
অনিয়মিত ক্লাস ও মিড মিলের অভিযোগ করলে, শিক্ষিকা জানান মিড ডে মিলের অসুবিধা থাকলেও ক্লাসের অসুবিধা নেই।
সব চেয়ে বড়ো অভিযোগ – স্কুলের সার্টিফিকেট দিতে অবৈধ টাকা নেওয়া।
এব্যাপারে কোন উত্তর দিতে না পারায় উত্তেজনার সৃষ্টি হলে ম্যাডাম বলেন এমনটা দ্বিতীয়বার হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584