পলাশপাই খাল সংস্কার ঘিরে ডেপুটেশন বাস্তু ও কৃষিজমি রক্ষা কমিটির

0
93

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ

জমি জরিপ না করেই চলছে ঘাটালের পলাশপাই খাল সংস্কার! অভিযোগে ডেপুটেশন দিল সেখানকার বাস্তু ও কৃষিজমি রক্ষা কমিটি।
এই খাল সংস্কারে স্থানীয়দের জমি অন্যায় ভাবে অধিগ্রহন করা হচ্ছে অভিযোগ তুলে প্রশাসনের কাছে ডেপুটেশন দিল বাস্তু ও কৃষিজমি রক্ষা কমিটি। শুক্রবার দাসপুর-২ ব্লকের আজুড়িয়াতে একটি বিক্ষোভ সভারও আয়োজন করা হয় ওই কমিটির তরফে৷ প্রতিবাদ জানাতে সভায় শতাধিক মানুষ উপস্থিত হন৷

নিজস্ব চিত্র

দাবি ওঠে,অবিলম্বে জমি জরিপ করতে হবে,জমি অধিগ্রহন করা হলে সরকারের তরফে দিতে হবে উপযুক্ত আর্থিক সাহায্য,খালের মাটি বেআইনি ভাবে বিক্রি করা যাবে না। জোরালো দাবি তুলে সভা শেষে স্থানীয় সেচ দফতরে দাবিগুলি লিখিত ভাবে জমা দেওয়া হয়।
ওই কমিটির সভাপতি কালীপদ সেনগুপ্ত বলেন,ক্যানেল সংস্কারের আগে জমি জরিপ করা হয়নি! এখন মানুষের বাস্তু ও কৃষিজমি হঠাৎ করে অধিগ্রহন করা হচ্ছে৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের৷ আমরা প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ জমা দিয়েছি৷

নিজস্ব চিত্র

কমিটির সম্পাদক অষ্টম দোলুই জানান, খাল সংস্কারের বিরোধিতা আমরা করছি না৷ কিন্তু মানুষের বসত জমি অধিগ্রহনের বিরুদ্ধে আমাদের আন্দোলন৷ প্রয়োজনে উপযুক্ত মূল্য দিয়ে জমির মালিকের কাছে জমি কিনুক সরকার৷
দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি আশিস হুদাইত বলেন, খাল সংস্কারের গুরুত্ব কি তা দাসপুরের মানুষ মাত্রই জানেন৷যদি মানুষের কোথাও কোন সমস্যা থেকে থাকে তাহলে সহানুভূতির সাথে অবশ্যই প্রশাসনিক ভাবে বিষয়টি খতিয়ে দেখার আর্জি থাকবে৷

আরও পড়ুনঃ বীরসা মুন্ডা স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ ঘিরে উদ্দীপনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here