কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ডেপুটেশন জমা বালুরঘাটে

0
93

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে আজ দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।আজ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বালুরঘাটের আর্য সমিতি ক্লাবের কাছ থেকে মিছিল করে গোটা শহর প্রদক্ষিন করে।

Deputation for demand of central forces
নিজস্ব চিত্র

এরপর তারা জেলা সমাহর্তা অফিসের সামনে গিয়ে জমা হন এবং তারা জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন।আজ প্রায় ৫০০ জন সরকারি কর্মচারী এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন।এই সরকারী কর্মচারীদের প্রশ্ন করলে তারা জানান,’আমরা কেউ রাজকুমার হতে চাইনা’ এই বলে বালুরঘাট লোকসভার কেন্দ্রের পিজাইটিং অফিসাররা পথে নামলেন।গত পঞ্চায়েত ভোটে স্মৃতিকে কেন্দ্র করে আজ বালুরঘাটে জেলা সমাহর্তা কাছে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডেপুটেশন দিলেন প্রিজাইডিং অফিসাররা।তাদের দাবি আজ রাজ্যে দুটি সংসদে ভোট গ্রহণ চলছে কিন্তু বেশিভাগ বুথেই রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে কিন্তু কোচবিহারে পুলিশের সামনে ছাপ্পা ভোট দেওয়ার কারণে পুলিশ নিরব দর্শক তারা নিজেরাই আতঙ্কিত।তাই রাজ্য পুলিশের উপরে আস্থা হারিয়ে কেন্দ্র বাহিনী দাবিতে সমস্ত ভোট কর্মী প্রিজাইডিং অফিসাররা আজ দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা সমাহর্তার কাছে ডেপুটেশন দিলেন।

আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল কর্মীদের সাথে বচসায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক

তাদের দাবি দক্ষিন দিনাজপুর জেলায় মোট ১৩০৫ টি বুথ আছে। সেই প্রতিটি বুথে সেনা বাহিনী না দিলে তারা ভোটের ডিউটি করবেন না বলে জানিয়েছেন প্রিজাইটিং অফিসাররা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here