স্নাতক স্তরে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের দাবিতে ডেপুটেশন

0
233

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Deputation for demand of study in santali medium at graduation level
নিজস্ব চিত্র

স্নাতক স্তরে কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে ডেপুটেশন করা হয়।

Deputation for demand of study in santali medium at graduation level
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ঝাড়গ্রাম রাজ কলেজ ও ঝাড়গ্রাম রাজ কলেজ মহিলা বিভাগে ডেপুটেশন জমা দেন ভারত জাকাত মাঝি পারগানা মহল। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে বহুদিন আগে থেকেই সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন শুরু হয়নি।তাই আদিবাসী সমাজের একাংশের দাবি স্কুলে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য বাইরের কলেজে যেতে হচ্ছে।স্থানীয় কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে উচ্চশিক্ষা পোড়ানো হলে খুবই উপকৃত হতো আদিবাসী সমাজ।

Deputation for demand of study in santali medium at graduation level
ড.শিবশংকর সরণ।নিজস্ব চিত্র

এদিন কলেজগুলিতে ডেপুটেশন দেওয়ার পর ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা ড.শিবশংকর সরণ বলেন,অবিলম্বে কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগেও সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন শুরু করতে হবে। জুন মাসের মধ্যে শুরু না হলে জুলাই মাসে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন যার ফলে কলেজগুলির পঠন পাঠন ও ব্যাহত হতে পারে বলেও তারা জানান।

আরও পড়ুনঃ তিনদফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন রাজবংশী সম্প্রদায়ের

Deputation for demand of study in santali medium at graduation level
নিজস্ব চিত্র

তিনি আরও বলেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেব নারায়ন রায় উনাদের বলেন বলেন কলেজের পর্যাপ্ত পরিমাণে ভবন নেই তাই এই মুহূর্তে সাঁওতালি মাধ্যমে না করে শুরু করা সম্ভব হচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here