পুর নির্বাচনের দাবিতে বহরমপুর টাউন কংগ্রেসের ডেপুটেশন

0
141

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

congress meeting at berhampore | newsfront.co
সভা।নিজস্ব চিত্র

বহরমপুর টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বহরমপুর পুরসভায় ডেপুটেশন জমা দিলেন বেশ কিছু দাবি-দাওয়া কে সামনে রেখে।

deputation at berhampore | newsfront.co
ডেপুটেশন।নিজস্ব চিত্র

কংগ্রেসের পক্ষ থেকে দাবি দুর্নীতিমুক্ত পুরসভা গঠন এবং সেইসঙ্গে অবিলম্বে নির্বাচন পুর নির্বাচন করা।

jayanta das | newsfront.co
জয়ন্ত দাস,জেলা কংগ্রেস মুখপাত্র। নিজস্ব চিত্র

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানালেন, যেভাবে অর্থের বিনিময়ে কাউন্সিলরদের নিয়ে বিকিকিনি চলেছে শাসক দলের পক্ষ থেকে সেই সঙ্গে লেনদেন চলেছে সেই সমস্ত দুর্নীতি থেকে পুরসভাকে মুক্ত করতে হবে। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে সেগুলো কোন হিসেব নেই এবং পুরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সরকারি প্রশাসককে দিয়ে পৌরসভা চালনা করা হচ্ছে কিন্তু তার পরিবর্তে অবিলম্বে পৌর নির্বাচন করতে হবে।

Claim letter | newsfront.co
দাবিপত্র।নিজস্ব চিত্র

পুরসভা সঠিকভাবে চালনা না হওয়ার কারণে জনসাধারণকে নানান রকম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন কারণে কাউন্সিলর সার্টিফিকেট প্রয়োজন হলে সে সমস্ত থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারন।

এমনকি তৃণমূলের বেশ কিছু মাফিয়া আছে যারা পুকুর ভরাট করছে সেটিকে অবিলম্বে বন্ধ করতে হবে। হরিজনরা সঠিক সময়ে সঠিক মূল্য তাদের কাজের ক্ষেত্রে পাচ্ছেন না যে কারণে দৈনদশা সৃষ্টি হয়েছে। তার সমাধান করতে হবে অবিলম্বে। এছাড়াও পুরসভার নিজস্ব একটি ডাম্পিং গ্রাউন্ড আছে বিভিন্ন আবর্জনাকে রিসাইকেল করে নানান রকম ব্যবস্থা নেওয়া হয়। সেটি বহরমপুর পুরসভাতে করা হচ্ছে না। শহরের নালাগুলিতে অল্প বৃষ্টিতে জল জমছে সেটির সঠিক প্রক্রিয়াকরণ বা বলা যেতে পারে শহরে মধ্য দিয়ে জল প্রবাহিত হবার মত ঠিকঠাক নালা নেই।

আরও পড়ুনঃ জলঙ্গীতে সারা ভারত কৃষক সভার মিছিল ও ডেপুটেশন কর্মসূচি

সে সঙ্গে বেশ কয়েক মাস ধরে রাস্তা তৈরির কাজ হয়নি। বিভিন্ন জায়গায় রাস্তার হাল খারাপ। এই সমস্ত নানান রকম সমস্যার মধ্যে রয়েছে বহরমপুর পৌরসভার অন্তর্গত বাসিন্দারা।

তাই অবিলম্বে জরুরি ভিত্তিতে পুরনির্বাচন করার দাবি করছেন টাউন বহরমপুর কংগ্রেস কমিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here