নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

একুশ দফা দাবির ভিত্তিতে বুধবার ফালাকাটার বিডিওকে স্মারক লিপি দিল বিজেপি।
ফালাকাটা শহরে মিছিল করে ব্লকের প্রায় পাঁচ হাজারের বেশি বিজেপি কর্মী সমর্থক বিডিও অফিস চত্বরে সমবেত হয়ে ২১ দফা দাবি সম্বলিত স্মারকপত্র বিডিওর হাতে তুলে দেয় ।

এদিনের এই কর্মসূচিকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা।
জেলা সম্পাদক নারায়ণ মন্ডল বলেন,আমাদের ডেপুটেশন সফল হয়েছে । বিডিও স্যার আমাদের দাবি শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে কাটমানির প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

এবিষয়ে বিডিও সুপ্রতীক মজুমদার বলেন,”ওনাদের দাবিগুলো আমি শুনেছি। আমার পক্ষে যেগুলোর সমাধান করা সম্ভব তা আমি কিছু সমাধান করেছি, কয়েকটি শীঘ্রই হয়ে যাবে। আর ওনাদের দাবিপত্র আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584