নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
সাত দফা দাবি জানিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল কয়েকশো সিভিল ডিফেন্স কর্মী।এদিন কয়েক’শ সিভিল ডিফেন্স কর্মী একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরে সামনে পৌঁছায় এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।
মূলত তাদের দাবি ছিল, সারা মাস কাজের ব্যবস্থা করতে হবে, ক্যাজুয়াল লিভ ও মেডিকেল লিভের ব্যবস্থা করতে হবে, ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চত করতে হবে , সহ সাত দফা দাবি জানান তারা।
আরও পড়ুনঃ স্বনির্ভর প্রকল্পের সচেতনতা শিবির বালুরঘাটে
এক আন্দোলনকারী বলেন, আমরা দীর্ঘ দিন জীবনের ঝুঁকি নিয়ে এই কাজের সঙ্গে যুক্ত আছি। কিন্তু তারপরেও আমাদের সারা মাস কাজ দেওয়া হয়না। তাই আমাদের মাসে অন্তত ২৮ দিন কাজ দিতে হবে।
দেবব্রত ব্যানার্জী, নামে অপর এক আন্দোলনকারী বলেন , আমাদের দাবিদাওয়া পূরন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584