নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রায় প্রতিদিন হাতি এলাকায় ঢুকে ঘরবাড়ি ভেঙে দিয়ে তছনছ করে যাচ্ছে। অথচ চা বাগান এলাকা বলে ক্ষতিপূরন পাচ্ছেন না চা শ্রমিকরা।তাই বৃহস্পতিবার ক্ষতিপূরণের দাবিতে রেঞ্জ অফিসে ডেপুটেশন দেয় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা।
এদিন শ্রমিকরা জানান, বন্ধ মধু চা বাগানে প্রতিনিয়ত হাতির হানার ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিনিয়ত রাত অন্ধকার হতে না হতেই বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল গ্ৰামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এখন অবধি হাতির হানায় বহু শ্রমিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনঃ খিদিরপুরে ঝুপড়িতে অগ্নিকাণ্ড
ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে আজ বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা বনদপ্তরের হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জ অফিসে ডেপুটেশন প্রদান করে।
শ্রমিকদের দাবী শীঘ্র ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ প্রদান করা হোক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584