পাঁচদফা দাবীতে মাদ্রাসা বাঁচাও কমিটির বিক্ষোভ

0
60

হরষিত সিংহ, মালদহঃ

সরকারি অনুমোদন পাওয়ার পরেও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকায় পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আন্ এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির মালদহ শাখা। সোমবার কমিটির সদস্যরা জেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ দেখান। পরে তাদের পাঁচ দফার দাবি গুলি অতিরিক্ত জেলা শাসক(জেলা পরিষদ) অরুণ কুমার রায়ের হাতে তুলে দেন। দাবীগুলি উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায়।
উল্লেখ্য ২০১২ সালে রাজ্যের বেশ কিছু মাদ্রাসার অনুমোদন দেয় সরকার। সেই সময় মালদহ জেলায় আপার প্রাইমারি ও মাধ্যমিক মিলে মোট দশটি মাদ্রাসা আনুমোদন পায়। শুরু হয় পঠন পাঠন। কিন্তু সেই মাদ্রাসা গুলি আনুমোদন পেলেও আন্ এডেড পর্যায়ে রয়েছে মাদ্রাসাগুলি। ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়া ও কর্তৃপক্ষ। সরকারি সুযোগ সুবিধা পেতে রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলি পশ্চিমবঙ্গ আন্ এডেড মাদ্রাসা বাঁচাও কমিটি গঠন করে আন্দোলনে সামিল হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন করে।

বিক্ষোভে সামিল কমিটির সদস্যরা । ছবিঃ অভিষেক দাস

সোমবার কমিটির মালদহ জেলা শাখার পক্ষ থেকে আন্ এডেড মাদ্রাসা গুলির পড়ুয়াদের মিড ডে মিল চালু, শিক্ষক-শিক্ষিকাদের বেতন ব্যবস্থা,শ্রেণী কক্ষ নির্মাণ সহ মোট পাঁচ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এদিন তারা জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখিয়ে অতিরিক্ত জেলা শাসক(জেলা পরিষদ) অরুণ কুমার রায়ের হাতে ডেপুটেশন পত্রটি পেশ করেন ।

আরও পড়ুনঃ বারবার একই রকম চুরির ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here