তিনদফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন রাজবংশী সম্প্রদায়ের

0
81

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Deputation of rajbangshi community to the DM
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দি ওয়েস্ট বেঙ্গল রাজবংশী কালচারাল এন্ড ডেভেলপমেন্ট বোর্ড নামে একটি রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে বোর্ড গঠন করা হলেও সেখানে কেন উত্তর দিনাজপুর জেলার কোন প্রতিনিধি সেই বোর্ডে রাখা হয়নি?এই বোর্ড কি শুধু আলিপুরদুয়ার,জলপাইগুড়ি বা কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের জন্য গঠিত হয়েছে?

Deputation of rajbangshi community to the DM
ডেপুটেশন।নিজস্ব চিত্র

রাজবংশী সাম্যাজিক সংগঠন সমন্বয় কমিটির সম্পাদক তথা উত্তর দিনাজপুর রাজবংশী ভাষা শিক্ষা সংস্কৃতি সংস্থার কর্নধার কার্তিক চন্দ্র বর্মন এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার কি জানেনা উত্তর ও দক্ষিণ দিনাজুর জেলায় প্রচুর সংখ্যক রাজবংশী সম্প্রদায়ের মানুষ বসবাস করে?তাহলে কেন এই সমস্ত জেলা থেকে সেখানে কোন জেলা প্রতিনিধি বিগত দুই বছর হয়ে গেলেও রাখা হয়নি?অবিলম্বে এই সমস্ত জেলা থেকে রাজবংশী সম্প্রদায়ে প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয়ত রায়গঞ্জ শহরের বকুলতলায় সুপ্রাচীন একটি ক্ষত্রিয় হোস্টেল থাকলেও তা বর্তমানে জরাজীর্ণ হয়ে আছে।বার বার এই হোস্টেলের সংস্কারের জন্য বলা হলেও কোন এক অজ্ঞাত কারণে তার সংস্কার করা হচ্ছেনা
অবিলম্বে রায়গঞ্জের বকুলতলায় অবস্থিত ক্ষত্রিয় হোস্টেলটির সংস্কার করে অত্যাধুনিক একটি হোস্টেল নির্মাণ করতে হবে বলে জেলা শাসকের কাছে জোরালো দাবি রাখা হয়।

সংগঠনের সভাপতি মোহন লাল সিংহ দাবি করেন,উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে ব্যাপক রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও সেখানে সরকার থেকে কোন কলেজ রাজবংশী সমাজের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার কোন ব্যবস্থা আজ পর্যন্ত করতে পারেনি।তারা রাজবংশী সমাজের সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছে অবিলম্বে হেমতাবাদ ব্লকে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার নামে একটি কলেজ স্থাপন করা হোক।

হেমতাবাদ ব্লকে কোন কলেজ না থাকায় সেখানকার ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য হয় রায়গঞ্জ অথবা কালিয়াগঞ্জ কলেজে যেতে হয়।এই দুই কলেজেই ছাত্র ছাত্রীদের ব্যাপক চাপ থাকায় অনেক সময় হেমতাবাদের ছেলেমেয়েরা ভর্তি না হতে পাড়ায় উচ্চ শিক্ষার সুযোগ থেকে রাজবংশী সমাজের পড়ুয়াদের ইচ্ছা থাকলেও তাদের বঞ্চিত হতে হচ্ছে।তাই অবিলম্বে হেমতাবাদ ব্লকে একটি কলেজ স্থাপন করে এর সুরাহা করতে হবে বলে দাবি জানান।

উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তিনদফা দাবি সহ একটি স্মারকলিপি গ্রহণ করেন এবং ডেপুটেশনকারীদের আশ্বস্ত করে বলেন তিনি তাদের দাবি উর্ধতন কর্তৃপক্ষের গোচরে আনবেন বলে জানান।

আরও পড়ুনঃ দিনহাটায় রাজ্য সরকারের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ ও ডেপুটেশন

রাজবংশী সামাজিক সংগঠন সমন্বয় কমিটির নেতৃত্বরা জানান অবিলম্বে তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here