নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ বহরমপুরে প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল।
আজ এই মঞ্চের সদস্য রনি খান জানান, ২০১৪ সালে যারা পাস করেছে সেই সময়ের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি বড় সংবাদমাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা প্রশিক্ষণ নেবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি।
এছাড়া ১১ নভেম্বর, ২০২০ পর্ষদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের সহিত জানিয়েছেন, প্রায় কুড়ি হাজার প্রার্থীর মধ্যে ১৬,৫০০ নিয়োগ করার কথা কিন্তু এখনো তা সম্পন্ন হয়নি। এরপরও সাড়ে তিন হাজার ধাপে ধাপে নিয়োগের কথা বলা হয়েছিল।
আরও পড়ুনঃ কোভিড বিধি মেনে বিদ্যালয় খুলে ক্লাস চালু করার দাবিতে এবিটিএ’র ডেপুটেশন
তাদের দাবি, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রশিক্ষণ নিয়ে এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পেলেন না তাই আজ তারা জেলা শাসকের কাছে রাজ্যজুড়ে ডেপুটেশন দিচ্ছেন। তারা জানান, কোভিড বিধি মেনে এখানে বেশি জমায়েত করা হয়নি মোট ১৫০০ ডিএলএড প্রশিক্ষিত আছেন যাতে নিয়োগ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সরকার, সেই জন্য আজকে তাদের এই আন্দোলন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584