সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ট্রেনে ওঠার জন্য যাত্রীরা স্টেশনে এসে নানান সমস্যার সম্মুখীন হতো। এর জেরে যাত্রীদের সমস্যার কথা ভেবে আজ সকালে বিভিন্ন দাবি নিয়ে স্টেশন মাষ্টারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার দেউলা স্টেশনে।
স্টেশন মাষ্টারের কাছে ডেপুটেশন জমা দিয়ে মগরাহাট পশ্চিম বিধানসভা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ইমরান হাসান জানান, দীর্ঘদিন ধরে স্টেশনে মহিলাদের বাথরুম নেই।
তৃতীয় রেল লাইন তৈরি হওয়ার জন্য রেল লাইনের ওভারব্রিজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ট্রেনে ওঠার জন্য টিকিট কেটে অনেক ঘুরে প্লাটফর্মে আসতে যত সময় লাগে, ততক্ষণে ট্রেন ছেড়ে যায়। স্টেশনে আসার রাস্তা দীর্ঘদিন ধরেই গাড়ি চলাচলের অযোগ্য। পাশাপাশি রোগী নিয়ে যাওয়া যায় না।
আরও পড়ুনঃ করিমপুরে জয়প্রকাশকে মারধরের জেরে হুগলীতে পথ অবরোধ বিজেপির
বিশেষ করে বর্ষাকালে জল জমে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। ইমরান হাসান আরও বলেন, গত বছর আমরা একই কারণে ডেপুটেশন জমা দিয়েছিলাম কিন্তু কোনও কাজ হয়নি।
একই দাবি নিয়ে আজ আবার দেউলা স্টেশন মাষ্টারের কাছে ডেপুটেশন জমা দিলাম। আমরা বলেছি এক মাসের মধ্যে যদি এই দাবি মতো কাজ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
ডেপুটেশন জমা নেওয়ার পর এ বিষয়ে দেউলা স্টেশন মাষ্টারকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের নির্দেশ আছে মিডিয়ার কাছে কিছু বলা যাবে না। সেজন্য এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584