ইতিহাস থেকে মুর্শিদাবাদ নাম মুছে ফেলার প্রতিবাদে জেলা শাসককে ডেপুটেশন

0
53

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম মুছে ফেলার ষড়যন্ত্র ব্যর্থ করতে ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট স্মারকলিপি দেওয়া হল। স্মারকলিপিতে তাঁরা দাবি করেছেন মুর্শিদাবাদ নাম মুছে ফেলার ষড়যন্ত্র জেলাবাসী কিছুতেই মেনে নেবেন না। এই প্রতিনিধি দলে ছিলেন এসডিপিআই এর তায়েদুল ইসলাম, বন্দী মুক্তি কমিটির উমা রায় সেন , এপিডিআর এর রাহুল চক্রবর্তী, জামায়াতে ইসলামী হিন্দ এর মহঃ হাসানউল্লাহ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার হাসিবুল ইসলাম, প্রগতিশীল নাগরিক মঞ্চের রুস্তম চৌধুরী, নাগরিক সুরক্ষা মঞ্চের মফেজুল সেখ, মুসলিম লীগের মহঃ আব্দুল বারী, এনআরসি বিরোধী সংহতির অশোক কুমার দাস।

নিজস্ব চিত্র

জেলা শাসক প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর বলেন, “আমাদের কাছে এখনও কোন সার্কুলার আসেনি।  এ সব সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে । আমরা আপনাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব।“  প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্দুল হামিদ সরকার। তিনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চের আহ্বায়ক। ডেপুটেশন থেকে বেরিয়ে তিনি জানান জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম মুছে ফেলার ষড়যন্ত্র ব্যর্থ করতে আন্দোলনের প্রথম ধাপ আজকের কর্মসূচি। এর পর ধাপে ধাপে আন্দোলন শক্তিশালী হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here