নিজস্ব সংবাদদাতা, কোলকাতা
ছেলেটির নাম মুসা আলিয়ালেউ। বছর দুয়েক আগে নাইজেরিয়া থেকে এদেশে এসেছিলেন , পেশায় ইঞ্জিনিয়ার। এখানে থাকাকালীন তার ভিসার মেয়াদকাল ফুরিয়ে যাওয়ায় 2015 সালের 30শে জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং শুধুমাত্র এই ভুলের কারণে আদালত তার জন্য এক বছর দশ মাস জেল হেফাজত এবং পাঁচ হাজার টাকা জরিমানা বরাদ্দ করে। গত 30শে মে,2017 তার সাজার মেয়াদকাল সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখনও তিনি আলিপুর সেন্ট্রাল জেলের বন্দী।
কেননা তিনি গ্রেপ্তার হবার সময় 3 লক্ষ 75 হাজার টাকা, 100 ডলার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তার সঙ্গে ছিল, যেগুলি পুলিশ সেই সময় আটক করে। সাজা ঘোষনার সময় কোর্ট এটাও বলেছিল, যেন তার সাজা পূরণ হবার সাথে সাথে তার সমস্ত সম্পত্তি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং যথাযথ ভাবে তিনি সব কিছু ফেরত পেলেই তিনি মুক্তি পাবেন। দুর্ভাগ্যের বিষয়, আজ প্রায় ছ’মাস হয়ে গেল, পুলিশ তাকে তার জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছে না, আর সেজন্য তিনি মুক্তিও পাচ্ছেন না, নিজের দেশে ফিরতেও পাচ্ছেন না। বহুদিন ধরে সবরকম চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেষ গত 6ই নভেম্বর থেকে তিনি জেলের ভিতর আমরণ অনশন শুরু করেছেন।
এই খবর পেয়ে এ পি ডি আরের সদস্যরা আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের জেল সুপারিন্টেনডেন্ট কে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি অবিলম্বে মুসা কে জেল থেকে মুক্তি দিতে হবে এবং তার যাবতীয় কাগজপত্র ও সামগ্রী ফেরৎ দিতে হবে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন রঞ্জিত শূর, আলতাফ আহমেদ, শংকর দাস, জুবি সাহা,সুশীল মান্ডি,অভিষেক মুখার্জী প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584