তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশন ম্যানেজারের নিকট ডি আর এমের উদ্দেশ্যে সাত দফা সম্বলিত ডেপুটেশন দিল কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি।এই সাত দফা দাবির মধ্যে ছিল অতি স্বত্বর রাধিকাপুর-কলকাতা দিনের ট্রেন চালু করতে হবে,বিবেকানন্দমোড়ে অবিলম্বে জনগনের সুবিধার্থে আন্ডারপাস তৈরী করতে হবে, ফুটওভার ব্রীজে অসামাজিক কার্যকলাপ রোধে আর পি এফের নজরদারি বাড়াতে হবে,বর্তমানের রাধিকাপুর-কলকাতা ট্রেনের সময় পরিবর্তন করে জনসাধারণের সুবিধার্থে রাত্রি আটটায় করতে হবে,সকালের রাধিকাপুর-কাটিহারগামি প্যাসেঞ্জার ট্রেনে পণ্য পরিবহন বন্ধ করতে হবে এবং পরিশেষে কালিয়াগঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পার্শ্ববর্তী জঙ্গল,আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গুর আঁতুড় ঘর মুক্ত করে জনসাধারণের সুবিধার্থে কার পার্কিং এর ব্যবস্থা করতে হবে।
ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক সন্দীপ ধর, সভাপতি কানাই শেঠ, রুহিনী দত্ত,প্রকাশ কুন্ডু।সঙ্গে সংগঠনের অন্যন্য সদস্যের মধ্যে ছিলেন অনিল দেবশর্মা,অমলেন্দু দাশগুপ্ত,পূরণ দেবশর্মা,স্বপন পাল,অলক ভট্টাচার্য।কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার সিকান্দার টপ্প বলেন তিনি এই সমস্ত দাবি যাতে কার্যকরী হয় সে ব্যাপারে ডি আর এম সাহেবকে এই স্মারক লিপি পাঠিয়ে দেবেন বলে জানান।
আরও পড়ুনঃ নিখোঁজ গণিত গবেষকের দেহ মিলল ঘোড়াঘাটায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584