প্রশাসন-বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগে ডেপুটেশন দিনহাটায়

0
47

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

 

প্রশাসন ও বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে দিনহাটা বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দিলো দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।

pic 7| newsfront.co
নিজস্ব চিত্র

 

মাস ছয়েক আগে পুড়ে  যায়  গ্রেটার কর্মীর বাড়ির বিদ্যুতের মিটার। বার বার বিদ্যুৎ দফতরে অভিযোগ করা সত্ত্বেও পরিবর্তন না করায় আন্দোলনে নামেন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে পুড়ে যাওয়া মিটারের পরিবর্তে অবিলম্বে নতুন মিটার দেওয়ার দাবি জানানো হয় বিদ্যুৎ বন্টন দফতরের দিনহাটা স্টেশন ম্যানেজারকে। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিদ্যুৎ বন্টন দফতরের দিনহাটা স্টেশন ম্যানেজারের অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্টেশন ম্যানেজার  বিষ্ণুপদ বর্মনকে ডেপুটেশন দেওয়া হয়।

pic 8| newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য বাদল চন্দ্র হিসাবিয়া, দিনহাটা এক ব্লক সভাপতি গৌতম কুমার বর্মন, সম্পাদক গোপাল চন্দ্র বর্মন প্রমুখের নেতৃত্বে এদিন বিদ্যুৎ বন্টন দফতরে বিক্ষোভ আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন  বাদল চন্দ্র হিসাবিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের হাতে তাদের দাবি পত্র তুলে দেন। সংগঠন নেতৃত্ব বলেন দিনহাটা এক  ব্লকের গোসানিমারি এলাকার গ্রেটার কর্মী মহেশ বর্মনের বাড়ির বিদ্যুতের মিটার মাস ছয়েক আগে পুড়ে যায়। তা পরিবর্তনের জন্য মহেশ বর্মন একাধিকবার জানানোর পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সংগঠনের ওই কর্মীর পুড়ে যাওয়া মিটার পরিবর্তন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

আরও পড়ুনঃসামাজিক সচেতনতা বৃদ্ধিতে ডায়মন্ড হারবারে যাত্রাপালার আয়োজন

বিষয়টি নিয়ে বিদ্যুৎ বন্টন দফতরের দিনহাটার স্টেশন ম্যানেজার বিষ্ণুপদ বর্মণ বলেন সংগঠনের দাবি পত্র পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here