নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ-র প্রতিবাদে একের পর এক দুষ্কৃতীদের হামলায় পুলিশের দায়িত্বের গাফিলতির কারণে দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি-পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়ালকে তাঁর পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর বদলে সেই পদে অন্তর্বর্তী ডিএসপি হিসাবে নিযুক্ত করা হল উর্ধ্বতন পুলিশ কর্তা কুমার জ্ঞানেশকে।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা ভেবে আগে থেকে নিরাপত্তা শক্ত করার জন্য এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রবিবার নির্বাচন কমিশন শাহিনবাগ-সহ সংলগ্ন এলাকা পরিদর্শনের পর বিসওয়ালকে অপসারণের সিদ্ধান্ত নেয়। তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এ বিষয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
Breaking from Delhi police : *As decided by the Election Commission, this is to convey that Sh. Chinmoy Biswal IPS (2008), DCP (South-East) stands relieved from his present post with immediate effect and shall report to MHA
— Praveen kumar (@kr_journalist) February 2, 2020
নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার দিল্লির শীর্ষ নির্বাচনী আধিকারিক ও পুলিশের পর্যবেক্ষক দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছ থেকে গোটা অঞ্চলটির আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি রিপোর্ট খতিয়ে দেখে কমিশন।
সেই রিপোর্ট খতিয়ে দেখার পর আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতেই চিন্ময় বিসওয়ালকে অপসারণ করা হল বলে মনে হচ্ছে। কারণ নির্বাচন কমিশন বিসওয়ালের কাজে সন্তুষ্ট হচ্ছিল না।
পাশাপাশি গতকাল রাতে জামিয়াতে ফের গুলি চলার পর নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এ কারণেই কমিশন দক্ষিণ-পূর্ব এলাকার অতিরিক্ত ডিসিপি কুমার জ্ঞানেশকে ওই অঞ্চলের দায়িত্ব নেওয়ার জন্যে নির্দেশ দিয়েছে।
জাতীয় গণমাধ্যম সূত্রে খবর, নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে এই কথা জানানো হচ্ছে যে চিন্ময় বিসওয়ালকে (আইপিএস ২০০৮), দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি হিসাবে তাঁর বর্তমান পদ থেকে তাৎক্ষণিক ভাবে অপসারণ করা হল।
তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কমিশন নির্দেশ দিয়েছে যে আপাতত অতিরিক্ত ডিসিপি হিসাবে কুমার জ্ঞানেশ চিন্ময় বিসওয়ালের স্থলাভিষিক্ত হবেন।”
পাশাপাশি জানা গেছে, নির্বাচন কমিশন দিল্লি পুলিশের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রককে ‘যোগ্য পুলিশকর্তা’র তিন পুলিশ আধিকারিকের নামের একটি প্যানেল পাঠিয়েছে। ওই অঞ্চলে জরুরি অবস্থায় এই তিন পুলিশ আধিকারিককে নিয়োগ করা হবে বলে জানা গেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584