১৬ ডিসেম্বর রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার

0
111

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২০২১ এর বিধানসভা নির্বাচনের উত্তাপ ঊর্ধ্বমুখী। তার মধ্যেই ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে তিনদিনের সফরে রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার তথা কমিশনে পশ্চিমঙ্গের ভারপ্রাপ্ত সুদীপ জৈন-সহ দুই কর্তা।

Sudeep Jain | newsfront.co
সুদীপ জৈন, ফাইল চিত্র

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে ১৫ টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে পুলিশ সুপারদের ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।

আরও পড়ুনঃ কৃষিক্ষেত্রে উন্নয়নের বিপরীতমুখী পদক্ষেপ কোনো অবস্থাতেই নেওয়া হবেনাঃ রাজনাথ

আলোচনার জন্য বিশেষভাবে ডাকা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। পরের দিন অর্থাৎ ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে মালদহ ও বিকেলে শিলিগুড়িতে বৈঠক করবেন উপ মুখ্য নির্বাচন কমিশনার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here