নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতি নিয়ে খড়্গপুরে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি। প্রতিদিন খড়গপুর শহরে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। ইতিমধ্যেই খড়গপুর শহরের ১২ টি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
এবার শহরের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে যোগ দিতে এলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বীরেন্দ্র।বৃহস্পতিবার খড়গপুর পুরসভায় প্রথমে আসেন তিনি। বৈঠক করেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, খড়্গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরীর সঙ্গে।
আরও পড়ুনঃ এখনই অবসর নিচ্ছেন না ধোনি, জানালেন মিহির
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানালেন, “করোনা পরিস্থিতিতে ভালো কাজ করছে জেলা পুলিশ প্রশাসন। প্রথম থেকে আসা হয়নি। তাই একবার এলাম ওদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে এবং প্রয়োজনীয় পথনির্দেশ করতে।” একইসাথে তিনি জানালেন, কন্টেনমেন্ট জোনগুলি তিনি ভিজিট করেছেন না। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই কন্টেনমেন্ট করা হয়েছে। সেখানে কোনোরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584