সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
মথুরাপুরের এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানকে বেধড়ক মারধর। তার বাড়ি, গাড়ি ভাঙচুর করা হয় বলে উঠছে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পার্টি অফিসও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
তৃণমূল পঞ্চায়েত সদস্য উপপ্রধান, যুব নেতা বাপী হালদারকে মারধর করা হয়। বর্তমানে সে মথুরাপুর হাসপাতালে ভর্তি রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার কৃষ্ণচন্দ্রপুরের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান সদস্যর নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
বর্তমান উপপ্রধানের বাড়ির সামনের তৃণমূল পার্টি অফিসও ভাঙচুর করা হয়। মূলত রেশন কার্ড নিয়েই এই ঘটনার সুত্রপাত। এই ঘটনার পরেই তৃণমূল রায়দিঘি মথরাপুর রাস্তা অবরোধ করে। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অবরোধ চলে।
আরও পড়ুনঃ পর্যাপ্ত রেশন না পাওয়ায় প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের
পরিস্থিতি খতিয়ে দেখছে মথুরাপুর থানার পুলিশ। এই ঘটনায় যাতে শান্তি বজায় থাকে সেই কারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584