পর্যাপ্ত রেশন না পাওয়ায় প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

নির্দিষ্ট পরিমাণে রেশনের চাল না পেয়ে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী মহিলাদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা সরকারের বাড়িতে। জানা যায়, প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মহিলারা।

women protest | newsfront.co
প্রধানের বাড়িতে বিক্ষোভ মহিলাদের। নিজস্ব চিত্র

যদিও তাদের অভিযোগ জীবননগরের রেশন ডিলার রফু সেখ, দীর্ঘদিন ধরে সঠিক পরিমাণে রেশনের মাল দেন না। বারবার ডিলারের কাছে অভিযোগ করেও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আজ তারা প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুনঃ লকডাউনে বন্ধ প্রাইভেট টিউশন, অভাবে মহকুমা শাসককে স্মারকলিপি মাথাভাঙার গৃহশিক্ষকদের

অবশেষে প্রধান জানিয়েছেন, আদিবাসী মহিলাদের দাবি ন্যায্য। আমরা বহরমপুর বিডিও সঙ্গে কথা বলেছি। আগামী দিন থেকে যাতে সঠিকভাবে রেশনের মাল দেওয়া হয় তার ব্যবস্থা করব। যদি তাতেও কাজ না হয়, তখন ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here