লকডাউনে বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেন,পঞ্চায়েতের উপপ্রধান- বাপি হালদার

0
55

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

করোনা ভাইরাস মোকাবিলায় তৎপর প্রশাসন । সাধারন মানুষের স্বার্থে নিজেদের জীবন বিপন্ন করে লরে চলেছেন তাঁরা। শুধু সতর্কীকরন নয় । এবার মুখে অন্ন তুলে দিতে অভিনব উদ্যোগ নিলেন তাঁরা।

goods distribution | newsfront.co
বাসিন্দাদের সামগ্রী বিতরন। নিজস্ব চিত্র

দক্ষিন সুন্দরবনের মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বারোজন সদস্যর দেওয়া তিন মাসের বেতন পাঁচ হাজার টাকা করে তুলে দেন পঞ্চায়েত তহবিলে। সেখান থেকে পাঁচ কেজি চাল ,পাঁচশ গ্রাম ডাল ,দু কিলো আলু এবং একটি সাবান তুলে দেন উপপ্রধান বাপি হালদার ।

আরও পড়ুনঃ ফালাকাটায় সংক্রমণ রুখতে জীবাণু নাশক স্প্রে, দমকলের

এদিন এই দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম সাহা ওসি মথুরাপুর থানা ,সিআই সৌমিত্র কুমার মণ্ডল ,কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল শিক্ষকের চন্দন কুমার মাইতি সহ বারোজন গ্রামপঞ্চায়েতের সদস্য। শুধু সতর্কীকরন নয়, তাদের হাতে আপৎকালীন পরিষেবা হিসাবে এই সামগ্রী তুলে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here