নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার বাজারে সবজির দাম নিয়ন্ত্রণের অভিযানে নেমে খালি হাতেই ফিরে এল অভিযানকারি দল। এদিন আলিপুরদুয়ারের বড় বাজারে পাইকারি ও খুচরো দোকানে অভিযানে নামে প্রশাসনিক দল। একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কৃষি বিপণন দফতর,পুলিশ,জেলা প্রশাসন ও আলিপুরদুয়ার পুর প্রশাসনের আধিকারিকরা সম্মিলিতভাবে অভিযান চালায়।
আরও পড়ুনঃ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের নির্বাহী সহায়ককে ঘেরাও করে বিক্ষোভ ভগবানগোলায়
অভিযানে নেমে আলিপুরদুয়ার বড় বাজারে আলু বিক্রির ফেয়ার প্রাইস শপে যান অভিযানকারি দল। দেখা যায় সেই ফেয়ার প্রাইস শপে ন্যায্য মূল্যে আলু বিক্রি বন্ধ রয়েছে। ঘটনাস্থলে ওই স্টল থেকে স্টলের মালিককে ফোন করেন আলিপুরদুয়ার জেলা কৃষি দফতরের ডেপুটি ডাইরেক্টর দীপংকর পন্ডিত। স্টলের মালিক ওই আধিকারিককে জানিয়েদেন তার শরীর অসুস্থ।
আরও পড়ুনঃ হাতির হানায় মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত ধান
সেই কারণে তিনি ন্যায্য মূল্যে আলু এদিন বিক্রি করতে পারেননি। দোকানের সামনে ন্যায্য মূল্যের কোন বোর্ড নেই। আধিকারিক বোর্ড লাগানোরও নির্দেশ দেন। তবে এদিন অভিযানে শুধু বেশ কিছু বেআইনি প্লাস্টিক উদ্ধার করে অভিযানকারি দল।
জেলা কৃষি বিপণন দফতরের ডেপুটি ডাইরেক্টর দীপংকর পন্ডিত বলেন, “শুক্রবার থেকে বড় বাজারে আলু বিক্রির ফেয়ার প্রাইস শপে আলু বিক্রি হবে। শপের মালিক অসুস্থ থাকায় এদিন আলু বিক্রি হয়নি। শুক্রবার থেকে ওখানে আলু বিক্রি হবে। আমরা সবজির দাম বৃদ্ধি রোধে কড়া ব্যবস্থা নেব।” এদিন অভিযানে নেমে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584