নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এবার করোনার কবলে মালদহ জেলা পুলিশ সুপারের অফিস। করোনা আক্রান্ত হলেন ডেপুটি পুলিশ সুপার (সদর)। সংক্রমণের শিকার হয়েছেন ভূতনি থানার ওসি। এছাড়াও মালদহে ১৪ জন পুলিশকর্মী করোনা সংক্রমিত হয়েছেন। করোনা পজিটিভের তালিকায় জেলা পুলিশ লাইন সহ বেশ কয়েকটি থানার পুলিশকর্মীদের নাম রয়েছে।
মালদহে রেকর্ড পরিমাণ সংক্রমণ ধড়া পড়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার জেলায় মোট ৭৫ জন সংক্রমিত হয়েছেন। তালিকায় রয়েছেন জেলা প্রশাসনিক ভবনের কর্মী, স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ। পুলিশ সূত্রে খবর, ডেপুটি পুলিশ সুপার ছুটিতে যাওয়ার আগে লালারসের নমুনা পরীক্ষা করতে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু
রিপোর্ট নেগেটিভ আসলে তিনি পরিবারের কাছে যেতেন। কিন্তু মঙ্গলবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। গত কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়েছিলেন। তবে বর্তমানে সুস্থ রয়েছেন বলে খবর। তিনি পুলিশ আবাসনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এইনিয়ে মালদা জেলায় মোট সংক্রমিত হয়েছেন ১২০৫ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584