ডার্বি ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রীড়া মহলে

0
49

 

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

 

শনিবারে  ইস্টবেঙ্গল- মোহনবাগান দলের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আইএসএল এর চতুর্থ তম ডার্বি ম্যাচ।  লিগ জয়ের অন্যতম দাবিদার মোহনবাগান আজকের ম্যাচে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে যদিও তাদের আক্রমণভাগের প্রধান স্তম্ভ রয় কৃষ্ণা চোট আঘাতের জন্য আজ মাঠের বাইরে থাকবেন। অপরদিকে লীগ তালিকায় শেষে অবস্থানরত ইস্টবেঙ্গলের অবস্থা সুবিধাজনক নয়। কিন্তু এদিনের  ডার্বি ম্যাচ নিয়ে উভয় সমর্থকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে।

derby excitement
ছবিঃ টুইটার

 

বিগত ম্যাচের ফলাফলের উপর গুরুত্ব না দিয়ে শনিবার ম্যাচের  জয় নিয়ে আশাবাদী দুই দলের সমর্থকরা। এবছর আইএসএলে উভয় দল করোনা  আক্রান্ত হওয়ার ফলে কিছুটা ছন্দপতন ঘটে।  তা ছাড়া উভয় দল  একবার করে তাদের কোচ পরিবর্তন করেছে । মোহনবাগানের নবনিযুক্ত কোচ ফেরান্ড দলের জয় নিয়ে আশাবাদী  যদিও দলের এক নম্বর স্ট্রাইকার ফিজির রয় কৃষ্ণ ছাড়া মাঠে নামবে তবুও তিনি বৌমাস, লিস্টন কোলাসো ও মানবীরের উপর ভরসা রাখছেন, এরা সকলেই গোলের  মধ্যে রয়েছেন।

 

অপর দিকে ইস্টবেঙ্গলের নতুন কোচ রিভেরা গত কয়েকটি ম্যাচে সমর্থকদের আশার আলো দেখিয়েছেন। ইস্টবেঙ্গল পেরিসেভিচ  ও মার্সেলোকে সামনে রেখে গোলের জন্য ঝাঁপাবেন। উল্লেখ্য মোহনবাগান  রক্ষণ নিয়ে চিন্তায় রয়েছে  ১০ম্যাচে ১৮ গোল খেয়েছে তারা।  রক্ষণে প্রীতম, শুভাশিস এবং সঙ্গে যোগ করেছে সন্দেশ ও তিরি । এদের  উপর ভরসা করছেন মোহনবাগান এর নতুন কোচ ফেরান্ড। অপরদিকে লীগের তালিকায়  শেষ স্থানে অবস্থিত  ইস্টবেঙ্গল এর নতুন কোচ রিভেরা তার ক্যারিয়ারের প্রথম ডার্বি ম্যাচ জিতে সমর্থকদের উপহার দিতে চান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here