বাজেট পেশের প্রাক্কালে অনন্ত নাগেশ্বরনকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে নিয়োগ করলো কেন্দ্র

0
48

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বাজেট পেশের আগেই ভেঙ্কটরামন অনন্ত নাগেশ্বরনকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। আগের মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রাহ্মণ্যম অবসর নেওয়ার পর গত বছর অক্টোবর মাস থেকেই পদটি শূন্য ছিল। শুক্রবার থেকেই অনন্ত নাগেশ্বরন দায়িত্ব নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

central appointed chief economic advisor
ছবিঃ টাইমস অফ ইন্ডিয়া

 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আমদাবাদ থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা করার পরে ভেঙ্কটরমন আমহার্স্টের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ২০১৮-২০ সালে তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে আংশিক সময়ের সদস্য হিসাবে কাজ করেছেন। এছাড়াও ব্যাঙ্ক অফ সুইৎজারল্যন্ডেও কাজ করেছেন অনন্ত নাগেশ্বরন। তাছাড়া বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুলেও অধ্যাপনা করেছেন তিনি। অর্থনীতিতে তাঁর লেখা বহু বই ও জার্নাল রয়েছে।

অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের ধারণা বাজেটে বেশ কিছু ক্ষেত্রে বেসরকারিকরণের প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র। তাই বেসরকারি ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন নাগেশ্বরনকে তড়িঘড়ি অর্থনৈতিক উপেদেষ্টার পদে বসানো হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here