অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
আইএসএলের প্রথম ডার্বি ঘিরে ক্লাব কর্তাদের উৎসাহ তুঙ্গে। শনিবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হল, ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু প্রথমবার আইএসএল খেলতে নামছে তাই ক্লাবের উদ্যোগে নতুন কাজ।
শুক্রবার ক্লাবের মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।
রাজ্য সরকারের কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ডার্বি দেখানোর ব্যবস্থা থাকবে। ঢুকতে পারবেন সদস্য ও সমর্থকরা। এদিন সিদ্ধান্ত হয় ইস্টবেঙ্গল পরিবারের নবজাতক শিশু জন্মের সঙ্গে সঙ্গেই ক্লাবের সদস্যপদের জন্য নথিভুক্ত হতে পারবে। নবজাতকের বয়স ১৮ হলে ‘আগে আসার’ ভিত্তিতে তাঁকে সদস্যপদ দেওয়ার চেষ্টা হবে।
আরও পড়ুনঃ কিবুকে হারিয়ে আইএসএল অভিযান শুরু হাবাসের
দ্বিতীয়ত, ১৮ বছরের বেশি যে কোনও ফুটবলপ্রেমী সাময়িক সদস্যপদের জন্য দরখাস্ত করতে পারবেন। তৃতীয়ত, যাঁরা গত তিন বছর সদস্যপদ নবীকরণ করতে পারেননি তাঁদের বিশেষ সুযোগ দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584