শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিশ্বের জনপ্রিয়তম রাজনৈতিক নেতা হলেন নরেন্দ্র মোদী, এমনটাই দাবী বিজেপির। সেই ‘জনপ্রিয়তম’ নেতাকে নিয়েই এবার একটি মিম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। মিমে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে বিশ্বের জনপ্রিয়তম গুপ্তচর জেমস বন্ডের সাজে। মিমে লেখা রয়েছে, ‘ওরা আমাকে ০০৭ বলে। ০ উন্নয়ন, ০ আর্থিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক অব্যবস্থা’।
ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই-৬, তাদের ০০৭ নম্বর সদস্য হলেন জেমস বন্ড । এই চরিত্র টি নিয়ে বহু উপন্যাস, গল্প ও সিনেমা তৈরি হয়েছে। এবং জনপ্রিয়তার নিরিখে জেমস বন্ড ০০৭ চরিত্রটি আজও জনপ্রিয়তম।
এই পোস্টের মাধ্যমে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বুঝিয়েছেন সাত বছর সময়কালের নরেন্দ্র মোদীর সরকারের থেকে উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির নিরিখে দেশবাসীর প্রাপ্তি ‘ শূন্য।‘
আরও পড়ুনঃ সারা বিশ্বে ফের বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা: রিপোর্ট
এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ওই মিমের মাধ্যমে ডেরেক ‘ইঙ্গিতপূর্ণ ভাবে’ ইয়ান ফ্লেমিংয়ের গল্পের খুনের লাইসেন্সধারী ব্রিটিশ চরের সঙ্গে মোদীর তুলনা করেছেন। উল্লেখ্য, এই পোস্টে কিন্তু ডেরেক ও’ ব্রায়েন গুজরাত দাঙ্গা থেকে শুরু করে লখিমপুর খেরির কৃষক হত্যা পর্যন্ত কোনও বিতর্কিত প্রসঙ্গই উল্লেখ করেননি। এ বিষয়ে, বিজেপি-র পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584