নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গতকাল বুধবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাথরাসের পথে হেঁটেছিলেন। তবে মাঝরাস্তাতেই আটকে দেওয়া হয় তাঁদের। এরপর আজ, বৃহস্পতিবার তৃণমূল সাংসদের একটি প্রতিনিধি দল গেল হাথরাসে।
দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার পথ পেরিয়ে এসে ওই প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল নির্যাতিতার বাড়ির দেড় কিলোমিটার দূরত্বে। কিন্তু এরপরই ওই দলকে আটকে দেয় পুলিশ। ওই দলে ছিলেন তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, ড. কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর।
আরও পড়ুনঃ হাথরাসের ওই তরুণী ধর্ষিত হয়নি! দাবি যোগী পুলিশের
তৃণমূল কংগ্রেসের তরফে সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। সাংসদরা জানিয়েছেন, নির্যাতিতার শোকতপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ও শোক ব্যক্ত করতেই তাঁরা সেখানে যাচ্ছিলেন।
আরও পড়ুনঃ হাথরাসের পথে রাহুলকে গ্রেফতার ! লাঠি চার্জের অভিযোগ
কিন্তু পুলিশ তাঁদের পথ আটকেছে। তৃণমূল সাংসদের হেনস্তা করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এরপর পুলিশের ব্যারিকেডের সামনেই ধরনা দিতে থাকেন সাংসদরা।
অন্যদিকে, নয়াদিল্লি রাজধানীর পথে পথে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। ইন্ডিয়া গেটে জারি হয়েছে ১৪৪ ধারা। ইন্ডিয়া গেটের সামনে যাতে জমায়েত না হয় তার জন্য সক্রিয় দিল্লি পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584