সুদীপ পাল,বর্ধমানঃ
ব্যাপক গরমে বর্ধমান জেলার মানুষদের নাভিশ্বাস উঠেছে। জেলার সদর শহর বর্ধমানে রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে দুপুরের দিকে।
এদিন দুপুরের দিকে সরজমিনে গিয়ে দেখা যায় কার্জন গেট এবং আশেপাশের কালিবাজার, কোর্ট চত্বর প্রায় জনশূন্য। বর্ধমানের বাসিন্দা সুদর্শন চৌধুরী বলেন,ব্যাপক রোদের তেজ আর সেই সাথে তীব্র গরম।খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হচ্ছি না। অফিসের কাজ যদি থাকে তাহলে দুপুর বারোটার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি। অথবা সেকেন্ড হাপে গিয়ে কাজ করছি। বর্ধমানের টোটো চালক শেখ শফিউদ্দিন জানান, তিনি দুপুরের দিকে বাড়িতেই থাকছেন। সেই সময় কাজ করছেন না। কাটোয়া থেকে কোর্ট চত্বরে আসা সন্দীপ পারামানিক বলেন, জেলা জুড়ে তীব্র দাবদাহে চলছে। ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকছে। কাজের জন্য এসেছি। ভীষণ গরম।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে উর্ধ্বমুখী পারদ, সমস্যায় শিশু-বয়স্করা
এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই বাঁচি। কার্জন গেটে ফাস্টফুডের দোকানের সাথে কথা বলেও জানা গেল এই কয়েকদিন বিক্রিবাটা খুবই কম হচ্ছে। মানুষ তেলেভাজা বা ফাস্টফুড খাবার এড়িয়ে চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584