রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বাংলায় তৃণমূল সরকার আমলে বেকার সংখ্যা বেড়ে গেছে।ভারতবর্ষে যেখানে আমাদের সরকার আছে সব জায়গাতেই মোদি সরকারের উন্নয়ন হচ্ছে কিন্তু বাংলায় দিদি উন্নয়ন করতে দিতে চাইছেন না।বাংলায় যদি বিজেপি সরকার হত তাহলে বাংলার ছেলে মেয়েরা অনেক সুযোগ সুবিধা পেত।
বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যর সমর্থনে নির্বাচনী জনসভায় এসে বহরমপুর এফইউসি মাঠে একথা বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি আরও বলেন,সবকা সাথ সবকা বিকাশ ঘর শৌচালয় ইলেকট্রিক রেশন কার্ড এলপিজি ও ৫ লক্ষ টাকা বীমা পেয়ে মোদি সরকারের আমলে মানুষের জীবন ভালো হয়েছে যেখানে বিজেপি সরকার সেখানে মানুষ অনেক সুযোগ সুবিধা পেয়েছে।৬ হাজার টাকা করে আমরা কৃষকদের যোজনা করেছি।টিএমসি বাংলায় কিছুই করেনি,প্রত্যেক মানুষই চায় মোদি সরকার।মোদি সরকার দেশের উন্নতি করে চলেছে বিশ্বে ভারতকে প্রতিষ্ঠা করেছে।
একইসাথে এদিন নির্বাচনী জনসভার মঞ্চ থেকে যোগী স্লোগান দেন আব কি বার মোদি সরকার।
বাংলায় দিদি দাদাগিরি করে, জনমুখী যোজনাতে তার রুচি নাই।আমি শুনেছি পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় বাজনা বাজাতে দেয় না টিএমসি,বিজেপির বিরুদ্ধে সরকার এই কাজগুলি করে উত্তরপ্রদেশে আগে এগুলো হতো আমাদের সরকার আসার পর এগুলি বন্ধ করে দিয়েছি।আমাদের সরকার করতে দিন আমরা সরকারে এসে এগুলো চালু করবো।ইউপিতে কোন দাঙ্গা হয় না দুর্গাপুজো শুভরাত্রি গঙ্গা পুজো ইউপিতে ধুমধামের সঙ্গে পালন করা হয়।
বহরমপুরের বিদায়ী সাংসদ যিনি এবার তিনি পাঁচ বারের জন্য লড়াই করছে কিন্তু কোনো কাজে তিনি করেননি বহরমপুরে এসে আমি জানতে পারলাম এই সভাতে অনেক জনতাকে আসতে দেওয়া হয়নি।রাস্তায় বিভিন্ন রকম অসুবিধা করে জনসভায় আসতে বাধা দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের আমেথিতে রাহুল গান্ধী লড়াই করছেন।কংগ্রেসের হাত দেশদ্রোহী, কংগ্রেস ভারতবর্ষকে সন্ত্রাসবাদীদের আড্ডা বানাতে চাইছে।ডোকলাম নিয়ে আপনারা দেখেছেন চীনা সৈন্যদের ভারতীয় সেনারা পিছু হঠতে বাধ্য করেছে। মোদি সরকার আমলে এইসব জিনিস একদম বরদাস্ত করা যাবে না আপনারা জানেন ৪৪ জন সেনার মৃত্যু জঙ্গি ঘাঁটি ধ্বংস করে বালাকোটের ক্যাম্প নষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা।
আরও পড়ুনঃ বহরমপুরে নির্বাচনী জনসভায় দেরিতে যোগী,ছায়ার খোঁজে জনতা
বিজেপি সরকার গরিব মানুষের জন্য অনেক কিছু করতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ পুনরায় মোদি সরকারকে নির্বাচিত করুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584