সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
ঘন ঘন ফোনের কলে বিরক্ত।লাটে উঠতে চলছে ক্ষুদ্র দর্জির ব্যবসা।ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ফোনের পর ফোন।লালবাজার থেকে রেলমন্ত্রীর দফতর অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয় নি।দিন নেই,রাত নেই কখনও বাতিল টিকিটের টাকা ফেরৎ চেয়ে কখনও বা পি এন আর স্ট্যাটাস জানতে চেয়ে কখনও বা ট্রেনের টাইম জানতে চেয়ে বেজেই চলেছে রিংটোন।
ঘটনার প্রকাশ এই যে,উস্থি থানার সংগ্রামপুরের বাসিন্দা মেহতাব আলি গাজি গত ফেব্রুয়ারি মাসে খাঁ পুরের একটি দোকান থেকে এক বেসরকারি কোম্পানির প্রিপেড সিমকার্ড কেনেন।
এতদিন পর্যন্ত তিনি এই সিম কার্ডটি স্বাভাবিক ভাবেই ব্যবহার করে আসছিলেন।কিন্তু দিন দশেক আগে থেকে ঘটে বিপত্তি।রেলের আই আর সি টি সি’র বিভিন্ন তথ্য জানতে চেয়ে আসতে শুরু করে একাধিক ফোন।তিনি বিভিন্ন জায়গায় এ বিষয়ে অভিযোগ জানালে শুনতে হয় যে, পরিচিত কেউ নাকি তার সাথে মজা করছে।
অথচ এই ফোনের গুঁতোই তিন নিজের প্রয়োজনীয় ফোন না পারছেন করতে,না পারছেন রিসিভ করতে।দিনের অনেকটা সময় এক রকম বাধ্য হয়েই বন্ধ রাখছেন ফোন।প্রয়োজনে খুললেই ভেসে আসছে অপরিচিত নম্বরের রিং টোন।তাকে ফোনে যোগাযোগ করতে না পেরে তার দোকানে এসে হাজির হয়েছেন তার কারিগর তসলিম আহমেদ।
তিনি জানান যে,মেহতাবকে কোন ভাবেই যোগাযোগ করতে না পেরে বাধ্য হয়েই আসতে হলো।সিম বিক্রেতা মুস্তাফির রহমান গাজি জানান বৈধ্য কাগজপত্র এবং নিয়ম মেনে তোলা সিম কার্ডে কেন এমন ঘটনা ঘটছে সে সম্বন্ধে তিনি জানেন না।
ঘটনা যাইহোক ব্যক্তিগত প্রয়োজনে মূল্য দিয়ে কেনা সিম কার্ডে এহেন অত্যাচারে ব্যতিব্যস্ত ক্ষুদ্র ব্যবসায়ী আশায় দিন গুনছেন সমস্যা মুক্তির।
আরও পড়ুনঃ ক্ষতিপূরণের আশায় দোরে দোরে ফিরছে ট্রাক টার্মিনাসের জমিদাতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584