ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ:বহরমপুর টাউন কংগ্রেস ও ব্লক কংগ্রেসের উদ্যোগে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে কালাদিবস পালন করা হল। বুধবার বিকেলে বহরমপুর টেক্সস্টাইল মোড়ে এই প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন ভারতবর্ষে সকলের অধিকার আছে। বিজেপি সেই অধিকার খন্ডন করতে চাইছে। বিজেপি বিচার ব্যাবস্থাকে মান্য করছে না। হিন্দুদের মধ্যে বদলা তোলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তিনি বলেন হিন্দুরা বিশ্বাস করে তাঁদের ধর্মের মতো সব ধর্মই সত্য। নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ বলে ছিলেন হিন্দু ধর্মের মতো সব ধর্মই সত্য। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী বলছেন একমাত্র হিন্দু ধর্ম সত্য বলে কটাক্ষ করেন অধীর বাবু। অন্যদিকে তাজমহল নিয়ে যে রাজনীতি করছে বিজেপি তাঁর বিরোধীতা করে অধীর বাবু বলেন কংগ্রেস হারতে পারে কিন্তু কংগ্রেস জাতপাত নিয়ে নাটক করে না। কংগ্রেসের মৃত্যু হলে ভারতবর্ষের সভ্যতার মৃত্যু হবে।

কংগ্রেস ছাড়া এই ভারতবর্ষের গতি নেই সে কথা ভারতের মানুষ বুঝতে পারছেন বলে জানান অধীর চৌধুরী। এদিনের সভায় উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান, বিধায়ক ফিরোজা বেগম, প্রদীপ মজুমদার, মইনুদ্দিন চৌধুরী, জয়ন্ত দাস, মহম্মদ জহর প্রমুখ কংগ্রেস নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584